রবিবার ১৫ জানুয়ারী ২০২৩ - ২০:৪৮
মা ফাতেমা জাহরা (সাঃআঃ) এর পবিত্র জম্মদিন উপলক্ষে মাহফিল

হাওজা / বিশ্ব জননী, জান্নাতের নারীদের সর্দারনী জান্নাতের যুবকদের সর্দারদের মা ফাতেমা (জাহরা সাঃআঃ) এর পবিত্র জম্মদিন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, বিশ্ব জননী, জান্নাতের নারীদের সর্দারনী জান্নাতের যুবকদের সর্দারদের মা ফাতেমা (জাহরা সাঃআঃ) এর পবিত্র জম্মদিন উপলক্ষে কাছরে আব্বাস (আঃ) ইমামবাড়িতে মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত মাহফিলে বাংলা ও উর্দু ভাষায় ফাতেমা জাহরা (সা.) এর নামে কাসিদা ও নাত পরিবেশন করা হয়।

মাহফিলে খুলনা, দৌলতপুর, ফুলতলা ও স্থানীয় মোমিন ও মোমেনাত উপস্থিত ছিলেন।

মাহফিলে বক্তব্য রাখেন: হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইবরাহীম খলিল রাজাভী কিবলা ও হুজ্জাতুল ইসলাম সৈয়দ রেজা আলী জাইদী কিবলা।

পরিচালনায়: হুসাইনী মিশন ও আন্জুমানে কাছরে আব্বাস (আঃ)এর সদস্যবৃন্দ।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha